জাতীয়

মুজিববর্ষে সাইকেল র‌্যালিসহ নানা কর্মসূচি চিকিৎসক এমপিদের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিষয়ে সচেতনতা বাড়াতে সাইকেল র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছেন সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিক স্বাস্থ্যসেবা উপকমিটি। সাইকেল র‌্যালিতে দুই হাজারের বেশি সাইক্লিস্টের অংশগ্রহণের আশা করা হচ্ছে। এখন পর্যন্ত এক হাজার ৩০৪ জন নিবন্ধন করেছেন। সাইকেল র‌্যালির স্লোগান হচ্ছে ‘সুস্থ-সবল জাতি গড়ি, মুজিববর্ষ পালন করি’।

Advertisement

মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত চিকিৎসা উপকমিটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এসব তথ্য জানান। কেন এই সাইকেল র‌্যালি এবং এটি কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে- এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

আ ফ ম রুহুল হক বলেন, এই র‌্যালি ছাড়াও ৫ নভেম্বর ঢাকায় ম্যারাথন দৌড়, ১৮-২৭ ডিসেম্বর সংসদ এলাকায় স্বাস্থ্যমেলা, ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিটি সংসদীয় এলাকায় স্বাস্থ্যসেবা ক্যাম্প করবেন তারা। এসব ক্যাস্পে বিনামূল্যে সেবা দেয়া হবে। এছাড়াও করোনাভাইরাস নিয়ে করণীয় নির্ধারণে শিগগিরই তারা বৈঠক করবেন বলে জানান।

সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা উপকমিটির বর্ষব্যাপী জনসচেতনতামূলক নান্দনিক অনুষ্ঠানমালার প্রথম পর্বে আগামী ২৪ মার্চ মানিক মিয়া এভিনিউয়ে সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে। সকাল ৬টায় এটি অনুষ্ঠিত হবে। র‌্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে আড়ং মোড়- ধানমন্ডি ২৭ নম্বর রোড-শংকর-জিগাতলা-সিটি কলেজ মোড়-মিরপুর রোড হয়ে মানিক মিয়া এভিনিউয়ে শেষে হবে। আগ্রহীরা bit.ly/mujibborsho2020 অথবা Welcome to Bangladesh Parliament এই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন। ১৮ বছরের বেশি বয়সী নারী-পুরুষ যে কেউ এই র‌্যালিতে অংশ নিতে পারবেন। আগ্রহীদের ৫ মার্চের মধ্যে নিবন্ধন করতে হবে।

Advertisement

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী।

তিনি বলেন, অসংক্রামক রোগ যা সাধারণত একজনের কাছ থেকে অন্যজনের দেহে সংক্রমিত হয় না, যেমন- হার্ট অ্যাটাকসহ অন্যান্য হৃদরোগ, যেমন- স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ), ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগ, হাঁপানি ইত্যাদি বিষয়ে সচেতন করার জন্যই এই র‌্যালির আয়োজন।

রুহুল হক বলেন, অসংক্রামক রোগের সঙ্গে মানুষের জীবনযাত্রার গভীর সম্পর্ক রয়েছে। অস্বাস্থ্যকর খাবার গ্রহণের অভ্যাস, ধূমপান, তামাকসেবন, শারীরিক ব্যায়াম বা কায়িক পরিশ্রম না করা, মাদকগ্রহণ এবং মানসিক চাপ- এসব কারণে অসংক্রামক রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। চারটি মূল চাবিকাঠি অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়। তা হলো- উচ্চ রক্তচাপ, উচ্চ মেদ বা অতিরিক্ত ওজন, রক্তে উচ্চমাত্রার শর্করা ও রক্তে উচ্চমাত্রায় চর্বি।

তিনি আরও বলেন, ২০১৪ সালের এক জরিপ অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার ৩৯ শতাংশ পরিণত বয়স্করা অতিরিক্ত ওজনে ভুগছেন এবং ১৩ শতাংশ অতিরিক্ত মেদে ভুগছেন। ২০১৩ সালের জরিপ অনুযায়ী পাঁচ বছর বয়সের নিচের শিশুদের ৪২ মিলিয়ন অতিরিক্ত ওজন বা উচ্চ মেদ সমস্যায় ভুগছেন। প্রতিবছর ৩৬ মিলিয়ন লোক অসংক্রামক রোগে মারা যান যাদের মধ্যে নিন্ম ও নিম্ন-মধ্য আয়ের দেশের জনসংখ্যা রয়েছে ২৯ মিলিয়ন। বিশ্বে বাৎসরিক মোট মৃত্যুর ৬৩ শতাংশের জন্য দায়ী অসংক্রামক রোগ। ১৬ মিলিয়ন অসংক্রামক রোগে মৃত্যু হয় ৩০-৬৯ বছর বয়সের মধ্যে। এসব অপরিণত মৃত্যুর ৮২ শতাংশ ঘটে থাকে নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের দেশগুলোতে।

Advertisement

সেই কারণেই জনসাধারণকে অসংক্রামক রোগ এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতন করতে জাতীয় সংসদের পক্ষ থেকে মুজিববর্ষ পালনের অংশ হিসেবে একটি সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে।

প্রেসবিফিংয়ে এমপিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আফছারুল আমীন, রুস্তম আলী ফরাজী, হাবিবে মিল্লাত, মনসুর রহমান, মো. আব্দুল আজিজ, মো. নাসির উদ্দিন ও সৈয়দা জাকিয়া নুর।

এইচএস/বিএ/এমএস