রাজধানীর শনিরআখড়ার পলাশপুরে গলায় মাছের কাঁটা বিঁধে মাহমুদুল হাসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
শিশু মাহমুদুলের বাবা মো. আনসার আজাদ জানান, সোমবার দুপুর ১২টার দিকে বাসাতে মায়ের সঙ্গে মাছ দিয়ে ভাত খায় মাহমুদুল। তখন তার গলায় মাছের কাঁটা বিঁধে যায়। এরপর বমি করতে করতে একপর্যায়ে ঘুমিয়ে পড়ে।
শিশুটির বাবা আরও জানান, বিকেলে ঘুম থেকে উঠে কথা বলতে পারছিল না মাহমুদুল। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন।
আনসার আজাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার পশ্চিম বাজুর গাঁও গ্রামে। বর্তমানে ৭/১ পলাশপুর, শনির আখড়ায় পরিবার নিয়ে থাকেন।
Advertisement
ঢামেকে হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
এসআর/এমএস