অর্থনীতি

লেনদেন ও সূচক পতনে সপ্তাহ শেষ

দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও উভয় পুঁজিবাজারে দরপতন হয়েছে। দিনশেষে সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। দর হারিয়েছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড।  বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে চার হাজার ৭৮১ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস ৯ পয়েন্ট কমে দাড়িয়েছে এক হাজার ১৪৯ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৮১৫ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৩৬০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ৬৭ কোটি টাকা কম। বুধবার লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি টাকা।এদিন মোট ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর  মধ্যে ১১৩টির দার বেড়েছে, কমেছে ১৬১ টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৩ পয়েন্ট কমে আট হাজার ৯১৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২৩৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৭৫টির, কমেছে ১৩১ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০ কোটি  ৯৩ লাখ টাকা।এসআই/এএইচ/আরআইপি

Advertisement