জাতীয়

সব সূচকে এগিয়ে যাচ্ছে দেশ : সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ সব সূচকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দিন বদলের সনদ অনুযায়ী দেশ মধ্যম আয়ের দেশের দ্বারপ্রান্তেও বলে মন্তব্য করেন তিনি। বৃস্পতিবার এক চুক্তি সম্পাদন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় ও অধীনস্থ ১৭টি সংস্থার মধ্যে ২০১৫-১৬ অর্থবছরের জন্য ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ স্বাক্ষর হয়। মন্ত্রী বলেন, উন্নয়নের যাত্রাকে আরো বেগবান করতে সরকার কিছু লক্ষ্যমাত্রা ও কৌশল নির্ধারণ করেছে। এরই অংশ হিসেবে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রবর্তন করা হয়েছে। এটি সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে একটি অঙ্গীকার, যার মাধ্যমে তারা সততা, দায়িত্বশীলতা, সৃজনশীলতা ও শ্রমের বিনিময়ে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে সংস্থাসমূহের যে চুক্তি স্বাক্ষরিত হলো তা একটি তাৎপর্যময় ঘটনা। মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনয়নে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও দক্ষতা বাড়াতেও এ চুক্তি অবদান রাখবে। ফলে মন্ত্রণালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য পরিপূর্ণভাবে অর্জিত হবে এবং সেবার মান বৃদ্ধি পাবে। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্তারী মমতাজ ও সংস্থার প্রধানরা। এএসএস/জেডএইচ/আরআইপি

Advertisement