ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ৮টি পরিবহনকে ৭৫০০ টাকা জরিমানা করেছে। এছাড়া নারায়ণগঞ্জ-চিটাগাং রোডে চলাচলরত বন্ধু পরিবহনের বৈধ কোনো কাগজপত্র না থাকায় বাসটি আটক করেছে।বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ফয়সালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ এর পরিদর্শক আবু নাঈম ও পুলিশ সদস্য।কাজী ফয়সাল জাগো নিউজকে জানান, জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে লিংকরোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ফিডনেসবিহীন, ড্রাইভিং লাইসেন্স ও রোড পারমিট না থাকায় ৮টি পরিবহনকে সাড়ে ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর বৈধ কোনো কাগজপত্র না থাকায় বন্ধু পরিবহনের একটি বাস আটক করা হয়েছে। অবৈধ পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।শাহাদাৎ হোসেন/এসএস
Advertisement