আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৬

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় ছয়জন নিহত হয়েছে। সোমবার একটি পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের তরফ থেকেও এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Advertisement

সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টাইন ইসলামিক জিহাদ (পিআইজে) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, দামেস্কে বোমা হামলায় সংগঠনের দুই সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে দামেস্কে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

সংগঠনটির তরফ থেকে বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিনের ভেতরে আমাদের যোদ্ধাদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ব্যর্থতার প্রতিফলন হচ্ছে দামেস্কের এই কাপুরুষোচিত হামলা।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ পরবর্তীতে জানিয়েছে, ওই হামলায় ইরান সমর্থিত আরও চার যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে একজন সিরিয়ার নাগরিক। তবে বাকিদের পরিচয় জানা যায়নি।

Advertisement

স্থানীয় সময় মধ্যরাতের আগে বেশ কয়েকবার শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ওই হামলা চালানো হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, লক্ষ্যে আঘাত হানার আগেই শত্রু দেশের অধিকাংশ মিসাইল গুলি করে প্রতিহত করা সম্ভব হয়েছে। এর আগে ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে যে, তারা দামেস্কের দক্ষিণে হামলা চালিয়েছে। গাজা উপত্যকা থেকে রকেট হামলা চালানোর পরই এই হামলা চালানো হয় বলে উল্লেখ করা হয়েছে।

টিটিএন/এমএস

Advertisement