ইতালির দ্বীপরাষ্ট্র সিসিলির রাজধানী পালেরমোতে বাংলাদেশ ধ্রুবতারা সংঘের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
Advertisement
রাত ১২টা ১ মিনিটে ধ্রুবতারা সংঘের সভাপতি ইকরাম দেওয়ান ও সাধারণ সম্পাদক কমল নন্দীর নেতৃতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তাদের শ্রদ্ধা নিবেদনের পর ইতালি আওয়ামী লীগ পালেরমো শাখার সভাপতি সেকান্দর মিয়া, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি, যুবলীগ সভাপতি এম এ হালিম, সাধারণ সম্পাদক এমদাদ সাইফুলের নেতৃতে যথাক্রমে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পালেরমো কমুনালে কন্সুলতার পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন কন্সুলতা শেখ জাহিদ আহমেদ বিপ্লব। পরে একে একে দুর্বার যুব সমাজ, ঢাকা সমিতি, কৃষ্ণ নারায়ণ সংঘ, সিলেট বিভাগ পরিষদ, বিশ্বস্বজন ফাউন্ডেশন ইতালি।
প্রবাসে মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা হাজি মোহাম্মদ রফিক, মুজিবুল হক ভূঁইয়া, জাহিদ আহমেদ রুবেল, শেখ আলমগীর, নাজমুল ইসলাম, সোহেল চৌধুরী, মাজহারুল হক রাজু, আবুল বাশার, জুয়েল আহমেদ, রহমত আলী, মনির হোসেন, রঞ্জিত ঘোষ, নির্মল দাস, মামুন মিয়া, শেখ আলম, জয়লাল আবেদিন, পলাশ, মোজাম্মেল, জিত দাস প্রমুখ।
Advertisement
বক্তারা বলেন, আমরা হাজার মাইল দূরে থাকলেও মা মাটিকে বুকে ধারণ করে বিদেশিদের মাঝে দেশের ইতিহাস-ঐতিহ্যকে ছড়িয়ে দিতে হবে। আমাদের প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে।
এদিকে পিয়াচ্ছা বেল্লিনিতে অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ তরুণ প্রজন্ম, জাতীয়তাবাদী দল বিএনপি, পালেরমো যুবদল, বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম, বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম, বাংলাদেশ সমিতি ইউরো মেডিতেররানো, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম, জালালাবাদ অ্যাসোসিয়েশন পালেরমো, বাংলাদেশ ইউনাইটেড কালচারাল সোসাইটিসহ সামাজিক রাজনৈতিক অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এসআর/পিআর
Advertisement