জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত ‘মেঘমল্লার’ চলচ্চিত্রটির প্রদর্শনী হতে যাচ্ছে শিল্প নগরী চট্টগ্রামে। শুক্র ও শনিবার (৯ ও ১০ অক্টোবর) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র ও মেঘমল্লার চলচ্চিত্রের পরিবেশনা সংস্থা বেঙ্গল ক্রিয়েশন্স লিমিটেড যৌথভাবে থিয়েটার ইনস্টটিউট চট্টগ্রামে দুই দিনে ছবিটির ৮টি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীর সময় ১১টা, ৩টা, ৫টা ও ৭টা।বাংলাদেশ সরকারের জাতীয় চলচ্চিত্র অনুদান ও বেঙ্গল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ ছবিটি এরই মধ্যে চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে। চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয় কানাডার ‘৪০ তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ‘ডিসকভারি দি ফিউচার অব ওর্য়াল্ড সিনেমা’ বিভাগে।এ ছাড়াও ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্প্রতি আমন্ত্রিত হয়েছে চলচ্চিত্রটি।আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোট গল্প ‘রেইনকোট’র ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘মেঘমল্লার’। এই ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ ও শহীদুজ্জামান সেলিম।এলএ
Advertisement