জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চিত্রশিল্পীদের অংশগ্রহণে ‘মুজিব শতবর্ষ’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী।
Advertisement
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
প্রদর্শনীর আয়োজন করে সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট (এসপিবিএ)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, চিত্রশিল্পী হাশেম খান, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, এসপিবিএ এবং স্কয়ারের প্রধান অঞ্জন চৌধুরীসহ দুই দেশের শিল্পী ও কূটনীতিকরা।
Advertisement
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘শিল্প সর্বজনীন। অতি শক্তিশালী এর প্রকাশ এবং প্রভাব। প্রদর্শনীর ছবিগুলো মন দিয়ে দেখেছি। প্রতিটি ছবির নিজস্ব আঙ্গিক ও আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তবে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের দেশের সংস্কৃতির ঐতিহ্য এবং মেলবন্ধ প্রায় একই। সেদিক থেকে উভয় দেশের মধ্যে বন্ধুপ্রতীম সম্পর্ক আরো দৃঢ় করতে শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ প্রদর্শনী।’
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে অনেক কিছুতেই মিল আছে। দুটি দেশের অবস্থানও প্রায় পাশাপাশি। এই সাংস্কৃতিক আদান-প্রদান অব্যাহত থাকা উচিত। ভবিষ্যতে আরও অনেক সৃজনশীল কাজ হোক দুই দেশের মধ্যে।’
নন্দিত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘প্রদর্শনীর সব ছবিই সুন্দর ও পরিচ্ছন্ন। চোক জুড়ায়, মন ভরায়। খুব চমৎকার কাজ করেছেন শিল্পীরা। আমি তাদের শুভেচ্ছা জানাই। আমাদের অনেক বড় কাজ করলেই হবে না, একই সঙ্গে আমাদের শেকড়কেও ধরে রাখতে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এ আয়োজনকে আমি বাহবা জানাই।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অঞ্জন চৌধুরী ও চিত্রশিল্পী হাশেম খান।
Advertisement
আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনী চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ১৮ জন শিল্পীর মোট ৭২টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
এলএ/এমকেএইচ