দেশজুড়ে

পুলিশের এএসআই হত্যা মামলা : ৩ আসামি গ্রেফতার

ঈশ্বরদীতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজাউল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে পাকশী ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে র্যাব ও পুলিশের যৌথ বাহিনী তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়। ঈশ্বরদীর আলোচিত সাহসী পুলিশ সদস্য সুজাউলকে গত ৪ অক্টোবর রাতে হাত-পা বেঁধে নির্মমভাবে খুন করে পাকশী কলেজের পশ্চিম পাশে ফেলে রাখেন দুর্বৃত্তরা। এরপর থেকে জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তারা খুনিদের ধরার জন্য মরিয়া হয়ে গত তিন দিন ধরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অবশেষে ৭ অক্টোবর রাতে মামলার ১নং আাসমি পাকশীর যুক্তিতলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেল খোকন (৩২), বাঘইল পশ্চিমপাড়া গ্রামের জহির প্রামানিকের ছেলে জনি প্রামানিক (২৭) ও ঠাকুরপাড়ার আব্দুস সামাদের ছেলে মাসুদ রানাকে (২৫) গ্রেফতার করা হয়। তাদেরকে পাবনা আদালতে চালান দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস। ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার সৈয়দ আবু জাহিদ সুজাউল হত্যাকাণ্ড সম্পর্কে জাগো নিউজকে জানান, সুজাউল একজন সক্রিয় পুলিশ সদস্য হিসেবে মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ভূমিকা রাখতেন। সুতরাং, তার দ্বারা ক্ষতিগ্রস্থরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। সেই লক্ষ্যেই অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে আরও যারা জড়িত আছেন তাদের সবাইকে গ্রেফতার হবে। আলাউদ্দিন আহমেদ/এমজেড/পিআর

Advertisement