দেশজুড়ে

কচুরিপানা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে : বাণিজ্যমন্ত্রী

কচুরিপানা খাওয়ার উপযোগী কি-না তা পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

Advertisement

সম্প্রতি পরিকল্পনামন্ত্রীর কচুরিপানা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, পরিকল্পনামন্ত্রী খারাপ কিছু বলেননি। কচুরিপানার ফুড ভেলু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষায় কচুরিপানা খাওয়ার উপযোগী হলে সময় বলে দেবে এ নিয়ে কি করা হবে।

তিনি বলেন, আমরা তো কত কিছুই খাই। এক সময় কচুরলতি কেউ খেতো না। মাশরুমকে ব্যাঙের ছাতা বলা হতো। মানুষ আগে অনেক কিছুই খেত না। কিন্তু এখন তো খাচ্ছে।

পেঁয়াজের কেজি এখন ১০০ টাকার নিচে দাবি করে টিপু মুনশি বলেন, আগামী মাসে পেঁয়াজের দাম আরও কমবে। অনেক নতুন পেঁয়াজ বাজারে উঠবে। তখন পেঁয়াজের সমস্যা আর থাকবে না।

Advertisement

রমজানের প্রস্তুতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রাখা হবে। কেউ যেন কোনো কারচুপি করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।

এ সময় রংপুরের আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতারা উপস্থিত ছিলেন।

জিতু কবীর/আরএআর/পিআর

Advertisement