চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এবার আতঙ্ক ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও। এশিয়ার বাইরে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এ দেশটিতেই। সেখানে এ পর্যন্ত অন্তত ২৮ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে, আর মারা গেছেন ছয়জন।
Advertisement
শনিবার দেশটির মারকাজি প্রদেশের গভর্নর আলি আঘাজাদেহ জানান, সম্প্রতি আরাক শহরে মারা যাওয়া এক ব্যক্তির মেডিকেল টেস্টে করোনাভাইরাস ধরা পড়েছে। তিনি হৃদযন্ত্রের সমস্যায়ও ভুগছিলেন।
দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতদের সবাই ইরানি নাগরিক। এখন পর্যন্ত নিশ্চিত যোগসূত্র না পেলেও ধারণা করা হচ্ছে, চীনা নাগরিকদের সংস্পর্শ থেকেই তাদের মধ্যে এই ভাইরাস ছড়িয়েছে।
গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজারের বেশি মানুষ। মারা গেছেন অন্তত ২ হাজার ৪৬২ জন। এর মধ্যে চীনের বাইরে মৃতের সংখ্যা ২০ জন।
Advertisement
গত বুধবার ইরানের কোম শহরে প্রথমবারের মতো করোনা আক্রান্ত দুই রোগী শনাক্ত হন। পরে ওই দু’জনই মারা যান। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেশের ১৪টি প্রদেশের সব স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করেছে ইরান সরকার। আগামী এক সপ্তাহ দেশের সব সিনেমা হল, প্রদর্শনীও বন্ধ থাকবে।
এছাড়া দেশটির রাজধানী তেহরানে সাবওয়ে স্টেশনের সব ঝর্ণা ও বিস্ট্রো (খাবারের দোকান) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলেছে কর্তৃপক্ষ। প্রতিদিন সব বাস ও মেট্রোরেল জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে বলা হয়েছে।
ভাইরাস শুধু ইরানেই নয়, প্রতিবেশী দেশগুলোতেও ছড়াচ্ছে। শনিবার নতুন করে দু’জন করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জন।
গত শুক্রবার লেবাননে একজনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়েছে। তিনি সম্প্রতি ইরানের কোম শহর থেকে ফিরেছেন।
Advertisement
গত বৃহস্পতিবার ইরানিদের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করেছে ইরাক, স্থগিত বিমান চলাচলও। একই নির্দেশনা দিয়েছে কুয়েত এয়ারওয়েজও। শুক্রবার ইরান ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।
সূত্র: আল জাজিরা
কেএএ/পিআর