দেশজুড়ে

বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বরিশালের গৌরনদী উপজেলায় স্ত্রী কোহিনূর বেগমকে হত্যার দায়ে  স্বামী মোস্তফা সরদারকে (৫২) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে হত্যার পর আত্মহত্যার প্রচারণা চালানোর দায়ে আরেক ধারায় ৭ বছর কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়। কারাদণ্ড ভোগের পর মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক আদিব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দণ্ডিত মোস্তফা সরদার উপজেলার লাখোরাজ কসবা গ্রামের হাতেম আলী সরদারের ছেলে।ওই আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) জাকির হোসেন মামলার নথির বরাত দিয়ে জাগো নিউজকে জানান, ঘটনার ২০ বছর আগে কসবা গ্রামের মোস্তফা পারিবারিকভবে উপজেলার ধানডোবা গ্রামের কোহিনূরকে বিয়ে করে। বিয়ের পর তাদের সংসারে ২ ছেলে ও ১ মেয়ে জন্ম নেয়। পরবর্তীতে পরকীয়ায় আসক্ত হয়ে মোস্তফা একই এলাকার লাল মিয়ার স্ত্রী ভুলু বেগমকে বিয়ে করে। ভুলু ও কোহিনূর একই ঘরে সংসার করত। এতে করে প্রতিনিয়ত তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। এর জের ধরে ২০১০ সালের ১ ফেব্রুয়ারি কোহিনূরকে হত্যার পর ঘরের মাচার আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে মোস্তফা প্রচার চালায় আত্মহত্যার। এ ঘটনায় পরদিন কোহিনূরের বাবা আছমত আলী সরদার বাদি হয়ে মোস্তফা, ভুলু ও ভুলুর আগের স্বামী লাল মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন। একই বছরের ৩১ মে তদন্ত কর্মকর্তা গৌরনদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ জালাল আদালতে এই মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ১৬ অক্টোর আদালত মোস্তফা সরদার, বুলু বেগম ও লাল মিয়া আকনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ৭ জনের সাক্ষ্য শেষে মোস্তফাকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামিকে বেকসুর খালাস দেন আদালত।সাইফ আমীন/এসএস/পিআর

Advertisement