এশিয়ান চলচ্চিত্রে সবচেয়ে বড় আসর ‘বুসান চলচ্চিত্র উৎসব’। এই উৎসবের ৬ষ্ঠ দিনে প্রদর্শিত হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের ছবি ‘বজরঙ্গি ভাইজান’। ছবিটি প্রদর্শনের পর উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে সম্মান জানান পুরো ‘ভাইজান’ সদস্যদের। এই খবরে দারুণ উচ্ছ্বসিত সাল্লু মিয়া।এবারে দক্ষিণ কোরিয়ায় বসেছে এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্ম ফেস্টিভ্যাল ‘বুসান’-এর ২০তম আসর। ১ অক্টোবর হতে শুরু হওয়া ১০ দিন ব্যাপি এই উৎসবের ৬ অক্টোবর প্রদর্শিত হয় কবির খানের ছবি ‘বজরঙ্গি ভাইজান’। এ সময় অন্তত ৫ হাজার দর্শক হলে উপস্থিত ছিলেন।চলতি বছরের ১৭ জুলাই মুক্তি পাওয়া বজরঙ্গি ভাইজানে পাকিস্তানের এক বোবা বালিকার ভারতে হারিয়ে যাওয়া এবং তাকে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। সালমান খান ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন কারিনা কাপুর, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং ছোট্ট পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন হারশালি মালহোত্রা। এলএ/আরআইপি
Advertisement