দেশজুড়ে

বরিশাল মেডিকেলে মারামারি : চিকিৎসকদের ২ ঘণ্টা কর্মবিরতি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুই ঘণ্টা ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন। কর্ম বিরতি চলাকালে জরুরি সেবাও বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েন অন্য রোগী ও তাদের স্বজনরা।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মৃত রোগীর তিনজন স্বজনকে পুলিশ থানায় নিয়ে গেলে কর্মবিরতি প্রত্যাহার করে নেন ইন্টার্ন চিকিৎসকরা।কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জাগো নিউজকে জানান, রিনা বেগম নামের এক রোগী ৬ অক্টোবর হাসপাতালে ভর্তি হন। স্থানীয় একটি ক্লিনিকে অস্ত্রোপাচারের পর তার শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটায় রিনা মারা যান। সকাল আটটা নাগাদ মৃত রিনার স্বজনরা হাসপাতালে এসে মৃত্যুর কারণ নিয়ে ডাক্তার ও নার্সদের জিজ্ঞাসা করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়।ইন্টার্ন চিকিৎসক মোসাদ্দেক হোসেন জাগো নিউজকে জানান, চিকিৎসাধীন অবস্থায় এক রোগী মারা গেলে রোগীর স্বজনরা তাদের উপর আক্রমণ করেন। এতে ইন্টার্ন চিকিৎসক অশোক, সেবিকা মমতাজসহ তিনজন আহত হন। এর সুষ্ঠু বিচার দাবি করে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে যান। পরে পুলিশ এসে স্বজনদের তিন জনকে থানায় নিয়ে গেলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।সাইফ আমীন/এমজেড/পিআর

Advertisement