দেশজুড়ে

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ধনপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়।  কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ধনপুর গ্রামের মো. কামাল হোসেনর স্ত্রী মুক্তেজা বেগম (৩৮) বাড়ির পার্শ্ববর্তী নিজেদের মুরগির ফার্মে প্রতিদিনের মত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে যান। এ সময় ফার্মের ভিতরে মাটিতে পড়ে থানা একটি বৈদ্যুতিক তারে তিনি স্পৃষ্ট হন। আশেপাশে কেউ না থাকায় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষে কেউ মামলা করতে আগ্রহী না হওয়ায় কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। আব্দুর রহমান আরমান/এসএস/আরআইপি

Advertisement