ক্যাম্পাস

জবির ভর্তি পরীক্ষা শুক্রবার : উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) `বি ইউনিটের` ১ম বর্ষ ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ে যথা নিয়মে শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।তিনি সাংবাদিকদের বলেন, জবি শিক্ষক সমিতি অ্যাকাডেমিক কাউন্সিলের অনুরোধে বুধবার তারা যে ভর্তি পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন তা থেকে সরে এসেছেন। এর আগে সকাল ১০টার দিকে জবি’র জরুরি অ্যাকাডেমিক কাউন্সিল শুরু হয়।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জবি উপাচার্য বলেন, বুধবারের জবি শিক্ষক সমিতি পরীক্ষা বর্জনের ঘোষণায় ভর্তি পরীক্ষা প্রস্তুতিতে কোনো প্রভাব পড়েনি।  সুব্রত মণ্ডল/এসএস/পিআর

Advertisement