খেলাধুলা

রিয়ালেই অবসর নেবেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদেই পেশাদার ক্যারিয়ার শেষ করবেন বলে মনে করেন দলটির সাবেক কোচ কার্লো আনচেলোত্তি। রিয়াল মাদ্রিদের সঙ্গে পর্তুগাল এই ফুটবল সুপার স্টারের চুক্তির মেয়াদ ২০১৮ সালের জুন মাস পর্যন্ত থাকলেও সম্প্রতি তিনি সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।কিন্তু সাবেক শিষ্যের সান্তিয়াগো বার্নব্যু ছেড়ে যাবার সম্ভাবনার কথা শুনে বিষ্ময় প্রকাশ করেছেন কার্লো আনচেলোত্তি। লা প্যারিসিয়াকে তিনি বলেন, যেদিন রাউলের গোল রেকর্ডে ভাগ বসিয়েছেন সেদিনই তার নাম খোদাই হয়ে গেছে রিয়াল মাদ্রিদের রেকর্ড বইয়ে। তার রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা আমি ভাবতেই পারছি না। আমি মনে করি সে রিয়াল মাদ্রিদেই তার ক্যারিয়ারের শেষ অবদি থাকবেন। ক্লাবের সাবাইও তাকে ভালোবাসে।চলাতি মাসের শুরুতে বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে মালমোর বিপক্ষে ম্যাচে দু’টি গোলই আদায় করেছেন রোনালদো। ফলে ২-০ গোলে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ। এদিনই তিনি নিজের নামের পাশে ৩২৩ গোল জুড়ে নিয়ে পৌছে যান ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা রাউলের সহাবস্থানে। তখনই বুঝা গিয়েছিল যে আন্তর্জাতিক মিশনের পর তিনি রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে আসীন হতে যাচ্ছেন।রিয়াল মাদ্রিদে নিজের অধীনে প্রশিক্ষণ নেয়া এবং বর্তমানে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে(পিএসজি) যোগ দেয়া আর্জেন্টাইন সুপার স্টার এ্যাঞ্জেল ডি মারিয়ারও প্রশংসা করেছেন আনচেলোত্তি। ইতালীয় কোচ বলেন, পিএসজির সামনে এগিয়ে যাওয়ায় সহায়তা করবেন ডি মারিয়া। কারণ সবকিছুর বাইরে তিনি একজন দলীয় খেলোয়াড়। তার মধ্যে কোন স্বার্থপরতা নেই।এমআর/আরআইপি

Advertisement