মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় দ্রুত কার্যকরে যা করণীয় সরকার তার সবকিছুই করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বুধবার গুলশানে নিজের বাসভবনে নিজামীর রায়ের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, অন্য কোনো অভিযোগ না থাকলেও শুধু বুদ্ধিজীবী হত্যার দায়েই নিজামীর মৃত্যুদণ্ড প্রাপ্য। দ্রুত রায় কার্যকর করার জন্য যা করণীয় তার সবকিছুই করবে সরকার।বিচারে ট্র্যাইবুনাল স্বাধীন ছিলেন মন্তব্য করে আনিসুল হক বলেন, বিচার বিভাগ ও ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। সরকার শুধু জনগণের পক্ষে প্রসিকিউশনকে সহায়তা করেছে। তাই এ রায় নিয়ে প্রশ্ন উঠার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে মন্ত্রিপরিষদের কয়েকটি সভা না হওয়ায় ট্র্যাইবুনাল আইনের সংশোধনী সভায় উত্থাপন করা যায়নি উল্লেখ করে তিনি বলেন, আইন মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। আশা করছি আগামী সোমবারের মন্ত্রিপরিষদ সভায় ট্রাইব্যুনাল আইনের সংশোধনী উত্থাপন করা হবে।
Advertisement