ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত সানবান শহরে এক বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট গত মার্চ থেকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। খবর বিবিসির।স্থানীয়রা জানান, রাজধানী সানা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে হুথি বিদ্রোহীদের সমর্থক এক নেতার বাড়িতে বিয়ে অনুষ্ঠানে বিমান হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।এর আগে গত মাসে ইয়েমেনের মোচায় বিয়ে বাড়িতে বিমান হামলায় ১৩০ জন নিহত হয়। সৌদি নেতৃত্বাধীন জোট এ হামলার দায় অস্বীকার করে।চলতি বছরের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা শুরুর পর এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার লোকের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছে দুই হাজার ৩৫৫ জন।এসআইএস/পিআর
Advertisement