ভোক্তা অধিকার আইন অনুযায়ী পণ্যের মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, ডায়াপার, সস বিক্রি করায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম।
Advertisement
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
তিনি জাগো নিউজকে জানান, রাজধানীর মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানে সহজে দৃশ্যমান কোনো স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করার বিধান থাকলেও আদা, রসুন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করছে না। এছাড়া বেশকিছু প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ ওষুধ, ডায়াপার, সস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছে। এসব অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ইয়াসিন স্টোরকে এক হাজার, সোহাগ স্টোরকে এক হাজার, অপু জেনারেল স্টোরকে তিন হাজার, চাঁদপুর জেনারেল স্টোরকে পাঁচ হাজা এবং পটুয়াখালী ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে উঠান বৈঠক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অধিদফতরের এ কর্মকর্তা।
Advertisement
এসআই/এএইচ/জেআইএম