দেশজুড়ে

গোপন বৈঠকের সময় শিবিরের ৯ নেতাকর্মী আটক

গোপন বৈঠকের সময় শিবিরের ৯ নেতাকর্মী আটক

বগুড়ায় গোপন বৈঠক করার সময় ছাত্রশিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টার থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

জানা গেছে, রাতে বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনে রেটিনা কোচিং সেন্টারে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে- এমন সংবাদ পেয়ে পুলিশ রেটিনা কোচিং সেন্টার ঘেরাও করে। পরে সেখান থেকে একজন আইনজীবীসহ ৯ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটকরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেরার আব্দুল হাই সিদ্দিক (২৮), বনানী গন্ডগ্রামের ইউনুস আলী (২৫), দুপচাঁচিয়ার কুরাহারের জুয়েল রানা (২৮), শিবগঞ্জর আজিমপুরের দেলাওয়ার হোসেন সাইদী (২৫), গাইবান্ধার মরুয়াদহ এলাকার এনামুল হক (২৫), রংপুরের গঙ্গাচড়ার তৌহিদুল ইসলাম (২২), গাইবান্ধার সুন্দরগঞ্জের আল আমিন (২৫), আদমদীঘির করইলের অ্যাডভোকেট সাইফুদ্দিন (৩১) ও নীলফামারীর ডিমলার আব্দুর রহিম (২৪)।

অভিযানে অংশ নেয়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, রেটিনা কোচিং সেন্টারে কোরআন শিক্ষার নামে শিবিরের গোপন বৈঠক চলছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে।

Advertisement

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী বলেন, তারা সবাই নাশকতার জন্য গোপন বৈঠকে মিলিত হলে পুলিশ তাদের আটক করে। রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরএআর/এমকেএইচ