দেশজুড়ে

নেত্রকোনায় ৩ ভুয়া সাংবাদিক আটক

নেত্রকোনার বারহাট্টায় বুধবার রাতে তিনজন ভুয়া সাংবাদিককে আটক করেছে থানা পুলিশ। আটকরা হলেন, ফেনীর হাবিবুল হাসান, সাইফুল ইসলাম ও কুমিল্লার মো. জামাল উদ্দিন রিপন। বারহাট্টা নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফর রিপন জাগো নিউজকে জানান, বুধবার রাতে বিটিভির ভুয়া সাংবাদিক পরিচয়ে এই তিনজন `এগিয়ে যাও বাংলাদেশ` নামের প্রামাণ্য চিত্র নির্মাণের কথা বলে বারহাট্টায় এসে ডাক বাংলোতে আশ্রয় নেন। তারপর তারা নেত্রকোনার দুর্গাপুর, মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার চেয়ারম্যান, ডাক্তার ও ব্যবসায়ীদের কাছে ফোন করে ডাক বাংলোতে এনে বিভিন্নভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। ডাক বাংলোর পিয়ন তাদের মদ্যপ অবস্থায় দেখতে পেয়ে বারহাট্টা উপজেলাা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি আটক করতে পুলিশকে নির্দেশ দেন। পুলিশ আটকদের কাছ থেকে একটি মাইক্রোবাসসহ বিটিভির প্যাডে টাকা নেয়ার বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয় । এসময় মোহনগঞ্জের গাগলাজুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছ থেকে ১১ হাজার ৩শ টাকা বারহাট্টা ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেনের কাছ থেকে ১৬শ টাকাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। এ ব্যাপারে বিটিভি নেত্রকোনার সংবাদদাতা শিমুল মিলকী জাগো নিউজকে জানান, বিষয়টি বিটিভির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মোহনগঞ্জের গাগলাজুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জাগো নিউজকে জানান, প্রতারণার অভিযোগে মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফরের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফর রিপন জাগো নিউজকে জানান, আটকদের মদ্যপ অবস্থায় পাওয়ায় সাইফুল ইসলামকে মাদক আইনের ১৯৯০ এর ১৯ ধারার টেবিল ৭ এর ক মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপর দুইজনকে মাদক আইনের ১৯৯০ এর ২২  এর খ ধারা মোতাবেক ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কামাল হোসাইন/এমজেড/পিআর

Advertisement