যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলো সিলেটের সুরমা নদীর উপর নবনির্মিত কাজীরবাজার সেতু। ১৮৯ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪শ’ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণের মধ্য দিয়ে সিলেটবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূর্ণ হল। পাশাপাশি ৪৪১ কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ কাজও শুরু হতে যাচ্ছে।বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৬টি নবনির্মিত সেতু উদ্বোধন ও উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টরা গণভবনে উপস্থিত ছিলেন।সিলেটের দু’টি প্রকল্প ছাড়াও সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত বলভদ্র সেতু, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ সড়কে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত নয়াকান্দি সেতু, ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত কিটিংচর সেতু এবং ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাটুরিয়া সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জেলা প্রশাসকের বাসভবন পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ব্রাহ্মণবাড়িয়া সড়কের মৌড়াইল রেলক্রসিং এর উপর প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে রেলওয়ে ওভারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়।উল্লেখ্য, প্রকল্পসমূহ বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তত্ত্বাবধানে সড়ক ও জনপথ অধিদফতর। সমাপ্ত প্রকল্পগুলো সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে।ভিডিও কনফারেন্সে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ প্রান্তে সংসদ সদস্যগণ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে ওবায়দুল কাদের চ্যাস্পিয়নস অব দ্য আর্থ অর্জনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।# মানিকগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রীএসএ/আরএস/পিআর
Advertisement