স্বামীকে উচিত শিক্ষা দেওয়ার উপায়প্রশ্নকর্তা: নারী শব্দের মানে যদি হয় শক্তি, তবে পুরুষ শব্দের মানে কী হওয়া উচিত?প্রার্থী: সহ্যশক্তি!প্রশ্নকর্তা: দুনিয়ার সবচেয়ে কৌতুককর বিষয় কোনটি?প্রার্থী: স্ত্রী রেগে গিয়ে কথা বলা বন্ধ রেখে ভাবছে, স্বামীকে ‘উচিত শিক্ষা’ দেওয়া হচ্ছে।
Advertisement
****
কাটা ঘায়ে নুনের ছিটারাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমাতে যাওয়ার আগে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক চলছে-স্বামী: যখন তোমাকে বিয়ে করি; তখন আমি একটা ‘উজবুক’ ছিলাম, তাই তোমাকে…স্ত্রী: ঠিক বলেছ। আমি তখন প্রেমে মশগুল থাকায় বিষয়টি নজরে আসেনি।
শুনে মহাবিরক্ত স্বামী। স্ত্রী তাকে খুশি করতে আহ্লাদি কণ্ঠে বলল- স্ত্রী: তুমি এত সরল-সোজা আদমি বলেই তোমাকে সবাই ঠকায়...স্বামী: চুপ কর, আর কাটা ঘায়ে নুনের ছিটা দিও না। আমাকে প্রথম ঠকিয়েছে তোমার বাপ...
Advertisement
****
প্রত্যেক স্বামী কাশ্মিরের মতোবউ আর মাকে নিয়ে পেরেশান নান্টুর স্বগতোক্তি: ‘বউও হক দাবি করে, মা-ও হক দাবি করে! বিয়া কইরা তো আমি পুরাই কাশ্মির হয়ে গেলাম। ভারত বলে কাশ্মির আমার, পাকিস্তানও বলে আমার!’
এসইউ/এমএস
Advertisement