জাতীয়

বিশ্ববিদ্যালয়গুলোতে ডেমু ট্রেন চালুর নির্দেশ

বিশ্ববিদ্যালয় এলাকায় ডেমু ট্রেন বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে ঢাক-চট্টগ্রাম এক্সপ্রেস রেলওয়ে নিয়ে এক উপস্থাপনাকালে তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় এলাকাগুলোকে ডেমু ট্রেন বাড়ানো যেতে পারে। যদিও ভেঙে ফেলার ভয় আছে। তবু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় এসব ট্রেন চালু করলে শিক্ষার্থীদের চলাচল সহজ হবে।ডেমু ট্রেনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আরো বলেন, ডেমু ট্রেনগুলোতে যাত্রী নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। তাহলে সুযোগ-সুবিধাগুলো সচল থাকবে। এসি চলবে, ফ্যানগুলো চলবে। অতিরিক্ত যাত্রী থাকলে এসব ঠিক মতো কাজ করে না।গণভবনে এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেলমন্ত্রী মুজিবুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।এসএ/আরএস/পিআর

Advertisement