রাজশাহীতে কলেজছাত্রীর মোবাইল নিয়ে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন মো. সিয়াম (২৪) নামে এক রিকশাচালক।
Advertisement
মঙ্গলবার নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে হেফাজতে নেয় পুলিশ। পরে তার কাছ থেকে আট গ্রাম হেরোইন উদ্ধারের কথা জানায় নগরীর রাজপাড়া থানা পুলিশ।
গ্রেফতার সিয়াম রাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপনগর গ্রামের আবদুল খালেকের ছেলে। ভুক্তভোগী কলেজছাত্রী এ নিয়ে মামলা করতে রাজি হননি। তবে উদ্ধারকৃত মোবাইল নিয়ে গেছেন তিনি।
পরে পুলিশ বাদী হয়ে সিয়ামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। ওই মামলায় বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
Advertisement
রাজপাড়া থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শিরিন সুলতানা বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারসংলগ্ন নাককাটি মন্দিরের সামনে থেকে এক যাত্রীর মুঠোফোন নিয়ে পালাচ্ছিলেন সিয়াম। তখন ওই কলেজছাত্রী চিৎকার শুরু করেন। এ সময় একটি অটোরিকশা সিয়ামের রিকশার পিছু নেয়। ফায়ার সার্ভিস মোড়ে এসে অটোরিকশার দুই যাত্রী সিয়ামকে ধরে ফেলেন। সেখানে তাকে টহল পুলিশের হাতে তুলে দেয়া হয়। পুলিশ তল্লাশি করে তার কাছ থেকে আট গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে রিকশাচালকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়।
ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম