দীর্ঘ ২৮ কার্যদিবস চলার পর শেষ হয়েছে চলমান একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। ৯ জানুয়ারি শুরু হওয়া এই অধিবেশন আজ সমাপ্ত হওয়া সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশটি পাঠ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
Advertisement
এর আগে সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন।
সংসদ অধিবেশন শুরুর দিন সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী ভাষণ দেন। সেই ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হয়। এই আলোচনায় সরকারি ও বিরোধী দলীয় ২২৭ এমপি অংশ নেন। তারা মোট ৫৪ ঘণ্টা ২৪ মিনিট আলোচনা করেন। এই ২৮ কার্যদিবসে সাতটি বিল পাস হয়। এই সময়ে প্রধানমন্ত্রীর জন্য ১২৪টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে প্রধানমন্ত্রী ৫৫টি প্রশ্নের জবাব দেন।
এইচএস/জেএইচ/এমকেএইচ
Advertisement