বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ রিয়াদুল ইসলাম রিয়াদ (২৩) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা।বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়। আটক রিয়াদুল উপজেলার পূর্ব বড়াকোঠা এলাকার মো. দেলোয়ার হোসেন ফকিরের ছেলে।র্যাব-৮ এর মেজর আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধামুরা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির সাড়ে ১০ হাজার টাকাসহ রিয়াদকে আটক করা হয়।এ সময় আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।সাইফ আমীন/বিএ
Advertisement