দেশজুড়ে

আজ কাজিরবাজার সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অবশেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ (বৃহস্পতিবার) সুরমা নদীর ওপর নির্মিত কাজিরবাজার সেতুর উদ্বোধন ও ৪৪১ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সিলেট-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের এই দুটি বড় প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।বুধবার সন্ধ্যায় কাজিরবাজার সেতুর সোডিয়াম লাইট জ্বালিয়ে সেতুটিকে আলো ঝলমলে করে তোলা হয়। সেতুটির উদ্বোধন উপলক্ষে ওই এলাকাকে পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে।সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধমে এই প্রকল্প দুটির উদ্বোধন করবেন। এসময় সিলেটের স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন তিনি।যদিও এর আগে প্রধানমন্ত্রী সিলেট সফরে এসে নগরীর কাজিরবাজার গার্ডার সেতুর উদ্বোধন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত ২০ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গার নয়টি সেতু উদ্বোধন করেন।এর মধ্যে সিলেটের দুইটি সেতুও ছিল। প্রধানমন্ত্রী সিলেট সফরে এসে উদ্বোধন করবেন বলেন শেষ মুহূর্তে উদ্বোধনের তালিকায় থাকা সিলেটের কাজিরবাজার সেতুটি বাদ পড়ে।এরপর সিলেটের প্রথম ফুটওভার ব্রিজ উদ্বোধন করতে এসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, প্রধানমন্ত্রী সিলেট এসেই সেতুটির উদ্বোধন করবেন। ফুটওভার ব্রিজের নিচে কোর্ট পয়েন্টে প্রধানমন্ত্রীকে সিলেটবাসীর পক্ষ থেকে গণসংবর্ধণা দেয়ার কথাও জানিয়েছিলেন সরকারের এই জ্যেষ্ঠমন্ত্রী।সিলেট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম জানান, আজ কাজিরবাজার সেতুর উদ্বোধন ও ভোলাগঞ্জ জাতীয় সড়কের কাজের ভিত্তিপ্রস্তর স্থান করবেন প্রধানমন্ত্রী।ছামির মাহমুদ/বিএ

Advertisement