আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি সেপ ব্লাটারকে সভাপতির পদ থেকে ৯০ দিনের জন্য বহিষ্কার করেছে ফিফার এথিকস কমিটি। সেপ ব্লাটারের বিরুদ্ধে অসদাচরণ ও অবৈধ লেনদেনের অভিযোগে কমিটির সদস্যরা এ সপ্তাহে একটি বৈঠকে মিলিত হন এবং সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেন।তবে বৃহস্পতিবার ফিফার এথিকস জুডিশিয়ারি চেম্বারের প্রধান হ্যান্স জোয়াকিম এখার্ট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন বলে জানা গেছে।উল্লেখ্য, ১৯৯৮ সালে ফিফা প্রধানের দায়িত্ব নেনে সেপ ব্লাটার। তবে প্রথম থেকেই তার বিরুদ্ধে ওঠা যেকোনো ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। সূত্র : ডেইলি মেইলবিএ
Advertisement