আন্তর্জাতিক

করোনাভাইরাসে আক্রান্তদের বেশিরভাগই গুরুতর নয়

করোনাভাইরাসে আক্রান্তদের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন চীনের স্বাস্থ্য কর্মকর্তারা। এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত কোভিড-১৯-য়ে আক্রান্ত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। তবে আক্রান্তদের মধ্যে অধিকাংশই গুরুতর নয়।

Advertisement

চাইনিজ সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসনের (সিসিডিসি) তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যত মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৮০ শতাংশের বেশি রোগীর অবস্থা গুরুতর নয়। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন অসুস্থ এবং বয়স্ক লোকজন।

একই সঙ্গে ওই গবেষণা তথ্য অনুযায়ী, হাসপাতালের চিকিৎসা কর্মীরা উচ্চ মাত্রার ঝুঁকিতে রয়েছেন। করোভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২ দশমিক ৩ শতাংশ মানুষ মারা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে হুবেই প্রদেশে।

গত ৩১ ডিসেম্বর হুবেই প্রদেশের উহান শহরেই প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি প্রথম ধরা পড়ে। চীনে এখন পর্যন্ত এক হাজার ৮৬৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। অপরদিকে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৪৩৬।

Advertisement

কর্মকর্তারা জানিয়েছেন, এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৮৮৬ জন। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ হাজারের বেশি মানুষ।

নতুন গবেষণায় বলা হয়েছে, ৮০ দশমিক ৯ শতাংশ রোগীর অবস্থা গুরুতর নয়। এছাড়া ১৩ দশমিক ৮ শতাংশ তীব্র এবং ৪ দশমিক ৭ শতাংশ গুরুতর বলে উল্লেখ করা হয়েছে। অপরদিকে, ৮০ বছর বা তার বেশি বয়সী লোকজন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

অপরদিকে, ৪০ বছর বয়সী লোকজনের ঝুঁকি ০ দশমিক ৪ শতাংশ, ৫০ বছর বয়সীদের ক্ষেত্রে এক দশমিক ৩ শতাংশ, ৬০ বছর বয়সীদের ক্ষেত্রে ৩ দশমিক ৬ শতাংশ এবং ৭০ বছর বয়সীদের ক্ষেত্রে এই ঝুঁকি ৮ শতাংশ।

এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে নারীদের তুলনায় পুরুষদের মৃত্যুর হার বেশি। পুরুষদের মৃত্যুর হার দুই দশমিক ৮ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে এক দশমিক ৭ শতাংশ।

Advertisement

টিটিএন/জেআইএম