কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড কোম্পানি- আইপিএলে কিংস এলেভেন পাঞ্জাবের মালিক। এবার তারা কিনে নিয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল সেইন্ট লুসিয়া জুকসকে।
Advertisement
বর্তমানে আইপিএল ও সিপিএল- উভয় টুর্নামেন্টেই দল চালানো দ্বিতীয় কোম্পানি হলো কেপিএইচ। তাদের আগে থেকেই আইপিএলের কলকাতা নাইট রাইডার্স এবং সিপিএলের ত্রিনিবাগো নাইট রাইডার্সের মালিকানা বহন করছে রেড চিলিস এন্টেরটেইনমেন্ট কোম্পানি।
এর আগে বিজয় মালিয়াও দুই লিগেই দল পরিচালনা করেছিলেন। তার মালিকানায় ছিলো আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সিপিএলের বার্বাডোজ ট্রাইডেন্টস।
সেন্ট লুসিয়া জুকসের নতুন মালিক মোহিত বর্মণ নিজেদের নতুন দলের ব্যাপারে বলেন, ‘বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টে বিনিয়োগ করার সুযোগ পেয়ে আমরা পুলকিত। গত সাত বছরে সিপিএলের সাফল্যযাত্রা আমাদের আনন্দিত করেছে। আমরা চেষ্টা করবো সেন্ট লুসিয়া তথা সিপিএলের মানোয়ন্নে ভূমিকা রাখতে।’
Advertisement
গত আসরের সিপিএল শুরুর আগে একদম শেষমুহূর্তে সেন্ট লুসিয়াকে কিনে নিয়েছিল দলটির বর্তমান মালিকরা। তখন দলের নাম বদলে সেন্ট লুসিয়া স্টারস থেকে সেন্ট লুসিয়া জুকস করে তারা। ড্যারেন স্যামির অধীনে ছয় দলের মধ্যে পঞ্চম হয়ে শেষ হয় সেন্ট লুসিয়ার সে আসরের যাত্রা।
এসএএস/জেআইএম