জাতীয়

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যোগদান করলেন শ ম রেজাউল

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যোগদান করেছেন শ ম রেজাউল করিম। সোমবার তিনি নতুন মন্ত্রণালয়ে যোগ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Advertisement

মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘আমি চাইব মন্ত্রণালয়ের যে গতি ও স্বচ্ছতা রয়েছে তা আরও বৃদ্ধি করতে।’

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যেন কোনোভাবেই অনিয়ম না করি এবং কখনো কাজের গতি যেন মন্থর না হয়ে পড়ে।’

শ ম রেজাউল করিম বলেন, ‘সবসময় একটা ক্রিয়েটিভিটি যেন আপনাদের মধ্যে থাকে, নতুন কিছু করার দৃষ্টি, আরও কিছু ভালো করার আগ্রহ যেন থাকে। গৎবাঁধা ফাইল আসলো আর সই করলাম, এটা থেকে বেরিয়ে আসতে হবে।’

Advertisement

মন্ত্রী এসময় কাজের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, ‘আইন ও বিধি অনুযায়ী কাজ করতে হবে তার বাইরে যাওয়া যাবে না। আইনের ভেতর থেকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে আমরা এগিয়ে যাব।’

এসময় তিনি সকলকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

মন্ত্রীর যোগদান অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব (প্রাণিসম্পদ-২) কাজী ওয়াছি উদ্দিন, অতিরিক্ত সচিব (প্রশাসন) সুবোল বোস মনি, অতিরিক্ত সচিব (মৎস্য) শ্যামল চন্দ্র কর্মকার, যুগ্ম-সচিব (ব্লু-ইকোনমি) মো. তৌফিকুল আরিফ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউলকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়।

Advertisement

এমএফ/এমকেএইচ