সাহিত্য

মারুফ কবিরের দুটি কবিতা

শখ

Advertisement

এ শহরের মানুষের এখন নতুন শখ হয়েছে-জীবনের পাণ্ডুলিপি নতুন করে লেখে পোষা প্রেমের আবেশে;অহেতুক কাঙ্গালপনায় একের পর এক পুষে যায় প্রেম-নিজেকে শুদ্ধতার মোড়কে উন্মোচিত করে সকালে ও সাঁঝে।

দেখানোর প্রেম আরও বেশি এদের, তাই বৃষ্টি এলে উপচে পড়ে আবেগ সেপটিক ট্যাঙ্কের আদলে,পহেলা বৈশাখ বা ক্লাসিক্যাল মিউজিক ফেস্টে নিজেদের দেখায় অতি আধুনিক প্যাকেটে।চুলে লাগে বার্গান্ডি বা আইস চকলেট রং,ভাবে দারুণ স্মার্ট আসলে তো পুরাই সঙ!

শখ করে প্রেম পোষে এ শহরের মানুষেরা নানান অঙ্ক কষে...

Advertisement

****

হারানো মানুষের গল্প

নিশাত আপা, তুমি ছড়িয়ে দিলে এ ক্যামন বিষাদ!বিদ্রোহ আর ভালোবাসার যুগলবন্দি যে জন-তার কি সহজে হয় এ জগতে মরণ,আমি জানি, তথাকথিত ঈশ্বরের সাথে অভিমানে এ আঁতাত;

তর্ক-বিতর্কে যুগের পর যুগ গেল তোমার ভালোবাসা ছড়িয়ে,হেঁটে গেছো দীপ্ত পায়ে মনের খাঁচার অন্ধ গলি পেরিয়ে,ঘৃণা শব্দটি কি সচেতনে নিষিদ্ধ করেছিলে মায়া ভরিয়ে,তোমাকেই কেন যেতে হবে দূরে পৃথিবীর সীমানা ছাড়িয়ে;

Advertisement

নিশাত আপা, তুমি ছড়িয়ে দিলে এ ক্যামন বিষাদ!প্রতিবাদে ফেটে পড়ার মানুষ আমি কই পাই?চারপাশে শুধু ভালো মানুষগুলোকে নিত্য হারাই;অনন্ত যাত্রায় আমাদের মাঝে করলে কষ্টের আবাদ।

এসইউ/জেআইএম