স্বামী-স্ত্রীর মতের মিল কখন হয়?বিচারক: আচ্ছা, তোমাদের স্বামী-স্ত্রীর মতের মিল কি জীবনে কোনো দিনই হবে না?স্ত্রী: একবার হয়েছিল।বিচারক: কবে?স্ত্রী: যে বছর ঘরে আগুন লেগেছিল। তখন আমরা দু’জনই সিদ্ধান্ত নেই যে, রান্নাঘরের দরজা দিয়ে বেরোনোই নিরাপদ।
Advertisement
****
তোমাকে রানির মতো রাখবস্ত্রী: ধোঁকাবাজ, শয়তান, ইতর!স্বামী: কী হয়েছে? তোমার জাত-গোষ্ঠীর নাম ধরে ডাকছ কেন সকাল সকাল?স্ত্রী: এগুলো তোরই নাম! তুই একটা ধোঁকাবাজ!স্বামী: কী ধোঁকা দিলাম তোমাকে আবার!স্ত্রী: বিয়ের আগে কেন বলিসনি যে, তোর রানি নামে একটা বউও আছে!স্বামী: আমি তো তোমাকে বারবার বলেছি, ‘তোমাকে রানির মতো রাখব। কি, বলিনি?
****
Advertisement
মুড়ি দিয়ে মাখিয়ে খেতে পারত!নতুন জামাই শ্বশুরবাড়ি যাওয়ার সময় একটি দামি সেন্ট নিয়ে গেল! গিয়ে শালার হাতে দিতেই সে হাতের তালুতে করে খেতে লাগল! জামাই তাই শ্বশুরকে বলল! শ্বশুর জামাইয়ের কথা শুনে বলল-শ্বশুর: বাবা, তুমি কিছু মনে করো না। ও আস্ত একটা গাধা! এত দামি জিনিস কেউ এভাবে নষ্ট করে! জামাই: সেটাই বাবা।শ্বশুর: তুমিই বলো, ঘরে তো মুড়ি ছিল। মুড়ি দিয়ে মাখিয়ে খেতে পারত!
এসইউ/জেআইএম