জাতীয়

চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় এল ৫ ফ্লাইট

ঘন কুয়াশায় ভিজিবিলিটি কম থাকায় সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালেও বিভিন্ন দেশ থেকে আসা পাঁচটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো পরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Advertisement

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার কাজী খাইরুল কবির।

তিনি জানান, ভিজিবিলিটি (রানওয়ে এলাকার দৃষ্টিসীমা) কম থাকায় রোববার দিবাগত রাত ও সোমবার ভোরে আরও পাঁচটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর আগে গতকাল রোববার সকালে ও শনিবার রাতে ৬টি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

আজ সকাল ও রোববার মধ্য রাতে চট্টগ্রামে অবতরণ করতে না পারা ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া, মাসকাট ও দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ, দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট।

Advertisement

আবু আজাদ/জেডএ/জেআইএম