দেশজুড়ে

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ, তীব্র যানজট

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতুর টাঙ্গাইল অংশ দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

Advertisement

ফলে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার মহাসড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে ঢাকামুখী যানবাহনের চাপ বেশি না থাকলেও উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) ইফতেখার রোকন জানান, ঘন কুয়াশা আর জননিরাপত্তার জন্য সোমবার ভোর সাড়ে ৫টা থেকে বঙ্গবন্ধু সেতুর টাঙ্গাইল অংশ দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ রেখেছে সেতু কর্তৃপক্ষ। এ কারণে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের জট সৃষ্টি হয়েছে। তবে ঢাকামুখী যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।

সড়ক দুর্ঘটনা বা অন্য কারণে এ যানজট সৃষ্টি হয়নি। কুয়াশা কেটে গেলে যান চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

Advertisement

আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম