দেশজুড়ে

কুমিল্লায় দাফনের দুই বছর পর মরদেহ উত্তোলন

কুমিল্লায় দাফনের দুই বছর পর কবর থেকে ইদ্রিস প্রধান নামের এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে দাউদকান্দি উপজেলার শ্রী রায়েরচর গ্রাম থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মরদেহটি উত্তোলন করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। সেখানে তিন সদস্যের মেডিকেল টিম বিকেল ৪টার দিকে তার ময়নাতদন্ত সম্পন্ন করে। জানা যায়, স্থানীয় কয়েকজন দাউদকান্দি উপজেলার শ্রী রায়েরচর এলাকার একটি মাজারের জমি অবৈধভাবে দখল করে রাখে। ওই জমি উদ্ধারের জন্য শ্রী রায়েরচর গ্রামের ফজর আলী প্রধানের ছেলে ইদ্রিস প্রধানের সহায়তা চান মাজার কর্তৃপক্ষ। পরবর্তীতে তিনি মাজারের কিছু জমি উদ্ধারও করেন। ২০১৩ সালের অক্টোবরে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই রবিউল্লাহ প্রধান বাদী হয়ে মামলা দায়ের করেন। এদিকে, হার্ট অ্যাটাকে ইদ্রিস প্রধানের মৃত্যু হয়েছে বলে ডাক্তারী রিপোর্ট প্রদানের পর পুলিশ আদালতে মামলাটির চূড়ান্ত রিপোর্ট প্রদান করে। এতে মামলার বাদী আদালতে ওই চূড়ান্ত রিপোর্টের নারাজী দেয় এবং মরদেহ উত্তোলন করে। পুনরায় ময়নাতদন্তের জন্য আবেদন করলে আদালতের নির্দেশে দুপুরে কবর থেকে ইদ্রিস প্রধানের মরদেহ উত্তোলন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কামাল উদ্দিন/এআরএ/পিআর

Advertisement