আন্তর্জাতিক

চীনের সেই কাচের ব্রিজে ফাটল

চীনের হেনান প্রদেশে তিন হাজার ৫৪০ ফুট উচ্চতায় নির্মিত কাচের ব্রিজটিতে ফাটল ধরা পড়েছে। একজন পর্যটক ব্রিজটির ওপর দিয়ে হেটে যাওয়ার সময় এটি দেখতে পান। বুধবার ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিপেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।এর আগে, গত ২০ সেপ্টেম্বর দেশটির হেনান প্রদেশের ইয়ুন্তাই পর্বতে স্বচ্ছ কাচের ব্রিজটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয়। সমতল থেকে ব্রিজটির তিন হাজার ৫৪০ ফুট উচুতে অবস্থিত।চীনা দৈনিক পিপলস ডেইলি চায়নার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। পর্যটকরা বলছেন, যখন তারা ব্রিজটিতে ফাটল দেখতে পান তখন তাদেরকে চিৎকার করতে দেখা গেছে।একজন পর্যটক ডেইলি মেইলকে বলেন, যখন আমি ব্রিজটির শেষ প্রান্তের দিকে পৌঁছাই তখন হঠাৎ একটি শব্দ শুনতে পাই এবং এসময় আমার পায়ের নিচে ফাটল দেখতে পাই। তবে কেনো ফাটল ধরেছে সেসম্পর্কে তার কোনো ধারণা নেই বলে ওই পর্যটক জানান। এছাড়া ওই সময় সবাইকে চিৎকার করতে দেখো গেছে।পিপলস ডেইলি চায়নায় প্রকাশিত ওই প্রতিবেদনে ব্রিজটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সেনিক স্পটের ইনচার্জের বরাত দিয়ে বলা হয়েছে, ধারালো কোনো বস্তু ব্রিজটির ওপর পড়ার কারণে ফাটল ধরা পড়েছে। ব্রিজটিতে আরো দুটি স্তর থাকায় এতে কোনো নিরাপত্তা ঝুঁকি  নেই বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।এসআইএস/পিআর

Advertisement