বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এযাররাইন্স যোগে এ পর্যন্ত ৩০ হাজার ২৯ জন হাজি দেশে ফিরেছেন। তবে এখনো দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন ৭৬ হাজার ৫শ ২১ জন হাজি।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সিভিল এভিয়েশনের হজ কন্ট্রোল রুমের ইন-চার্জ গোলাম মোস্তফা জাগো নিউজকে জানান, এ পর্যন্ত ফিরতি ফ্লাইট সংখ্যা ৭৫টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৮টি এবং সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৩৭টি। তিনি জানান, বাংলাদেশ বিমানের কয়েকটি ফ্লাইট বিপর্যযের মুখে পড়লেও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক রয়েছে।উল্লেখ্য, এবছর ব্যবস্থাপনা সদস্যসহ মোট এক লাখ ৬ হাজার ৫শ ৫০ জন হজ যাত্রী সৌদি গমন করেন। এরমধ্যে নারী পুরুষসহ ১শ ২৪ জন মারা গেছেন। এরমধ্যে পুরুষ ১শ এবং মহিলা ২৪ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১শ ১৩ জন, মদিনায় ৭ জন এবং জেদ্দায় ৪ জন।আরএম/এসকেডি/আরআইপি
Advertisement