গাজীপুরে ৮০০ পাখিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বন বিভাগের কর্মকর্তারা। বুধবার ভোরে মহানগরীর রিয়াজনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মুজিবুর রহমানের ছেলে নজরুল (৩৮) ও আফাজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৪০)। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষক এবং বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকল্প পরিচালক তপন কুমার দে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নজরুল ও লাল মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪২০টি মুনিয়া এবং ৩৮০টি টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, বিদেশে পাচারের জন্য তারা উত্তরবঙ্গ থেকে পাখিগুলো ধরে এনেছিল। উদ্ধারকৃত এসব পাখি ঢাকার মিরপুরস্থ বোটানিক্যাল গার্ডেনে ছেড়ে দেয়া হবে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক (র্যাব-১০) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।আমিনুল ইসলাম/এআরএ/পিআর
Advertisement