আন্দোলনের জন্য জনগণ বিএনপির আসায় বসে থাকবে না। সরকারের জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে জনগণ বিএনপিকে পেছনে রেখেই আন্দোলন করবে বলে মন্তব্য দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের নারায়ণগঞ্জ জেলা শাখা তাঁতিদলের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভায় তিনি একথা বলেন।নোমান বলেন, সরকারের দুঃশাসন নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন হবেই। সেই আন্দোলন করবে সাধারণ জনগণ। খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সুসংগঠিত হওয়ার চেষ্টা করছি। তবে সরকার সাংবিধানিক অধিকার কেড়ে নেয়ায় সুসংগঠিত হতে পারছি না। কোন কর্মসূচি পালন করতে পারছি না। এমনকি কি কোন কথাও বলতে পারছি না।বিএনপির এ নেতা বলেন, আন্দোলন মানে সশস্ত্র আন্দোলন নয়, ব্যালটের শক্তি অনেক বেশি। জনগণ ব্যালট পেপারের মাধ্যমে ভোটাধিকারের সুযোগ পেলে সরকারকে পরাজিত করবে। জনগণ এই সরকারের নাম দিয়েছে ‘নিখিল বাংলা লুটপাট সমিতি’। লুটপাট করার বড় শক্তি গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া, সরকার জনগণ থেকে সেই অধিকার কেড়ে নিয়েছে। এরকম করলে জনগণ সাময়িকভাবে দমে যায়, ফলে নির্যাতনের চাপ বেড়ে যায়। দেশ এখন সে অবস্থায় রয়েছে।যতক্ষণ পর্যন্ত দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না হবে ততদিন এই সংকট থাকবে বলেও মন্তব্য করেন নোমান।নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, তাঁতি দলের সভাপতি মুক্তিযোদ্ধা হুমায়ুন ইসলাম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।এমএম/এআর/জেডএইচ/এএইচ/আরআইপি
Advertisement