মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ ন্যায় বিচার পরিপন্থি উল্লেখ করে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন নিজামীর আইনজীবী তাজুল ইসলাম।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়ে বুধবার দুপুরে মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দেন আদালত। এ রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম এ কথা জানান।তিনি বলেন, রায়ে আমরা সংক্ষুব্ধ। নিজামী সাহেব ন্যায় বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগ আনা হয়। এরমধ্যে ৮টি অভিযোগ প্রমাণিত হয়। ৮টি মধ্যে ২, ৪, ৬ ও ১৬নং অভিযোগে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।
Advertisement