বিনোদন

জেমস বন্ড নিয়ে প্রদর্শনী

দুনিয়াজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের কাছে জেমস বন্ড মানেই তুমুল আগ্রহ আর হৈ চৈ। কয়েক দশক ধরেই এই দুধর্ষ চরিত্রের কাল্পনিক মানুষটি মুগ্ধ করে রেখেছে দর্শক। সেই মুগ্ধতার নতুন মাত্রা দিতে এবার জেমস বন্ডকে নিয়ে আয়োজন করা হচ্ছে জমকালো এক প্রদর্শনীর।মেক্সিকো সিটির কারসো প্লাজায় আয়োজিত ওই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘ডিজাইনিং ০০৭: ৫০ ইয়ার্স অফ বন্ড স্টাইল’। সেখানে থাকবে চিত্রনাট্য, ড্রাফ্ট স্ক্রিপ্টস, আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ধরনের ছবি সহ বন্ডের কাজে ব্যবহৃত নানান জিনিসপত্রাদি।১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত `ডক্টর নো` থেকে আজ পর্যন্ত যতগুলো বন্ড সিরিজের ছবি মুক্তি পেয়েছে সেগুলোর অনুষঙ্গ-উপাদান নিয়েই সাজানো হবে প্রদর্শনীটি। শন কনারি থেকে শুরু করে রজার মুর, পিয়ার্স ব্রসন্যান, ড্যানিয়েল ক্রেগ পর্যন্ত সব বন্ডের জিনিসই প্রদর্শিত হবে এখানে। ২৬ অক্টোবর মুক্তি পাবে জেমস বন্ডের নতুন ছবি `স্পেকট্রা`। তার আগেই প্রদর্শনী শুরু হবে ২৩ অক্টোবর থেকে, চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। এলএ/আরআইপি

Advertisement