দেশজুড়ে

গাজীপুরে পোশাক কারখানা পরিদর্শন করলেন জার্মান মন্ত্রী

বাংলাদেশের পোশাক খাতের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী গার্ড মুলার।বুধবার সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুরে ডিবিএল গ্রুপের একটি পোশাক কারখানার বিভিন্ন সেকশন ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে তিনি কারখানার কর্ম পরিবেশ, নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। কারখানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ তৈরি পোশাক ক্ষেত্রে ইতোমধ্যেই একটি মানসম্মত অবস্থায় পৌঁছেছে। যার একটি আদর্শ উদাহরন হচ্ছে ডিবিএল গ্রুপ। এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী, বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকট আজমত উল্লাহ খান প্রমুখ। এসময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার তৈরি পোশাক খাতে রফতানি করতে সক্ষম হবো। এ বিষয়ে আমরা জার্মানির সহযোগিতা পাবো। আমরা বছরে ৫ বিলিয়ন ডলারের পোশাক জার্মানিতে রফতানি করে থাকি। জার্মানি হচ্ছে বাংলাদেশের পোশাক রফতানির দ্বিতীয় বৃহত্তর দেশ। তারা আমাদের ভালো অংশীদার। আমরা সেদেশে আরো বেশি পণ্য রফতানি করতে পারবো। তিনি বলেন, একর্ড এলায়েন্স দেশের ৩ হাজার ৪০০ তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেছে এর মধ্যে মাত্র ৩২টি কারখানা ঝুঁকিপূর্ণ পেয়েছে এটি আমাদের জন্য একটি সুখবর। এর আগে জার্মান মন্ত্রী কাশিমপুর শিল্প এলাকার ডিবিএল কারখানা সংলগ্ন একটি মিনি ফায়ার স্টেশনের উদ্বোধন করেন এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর কাছে একটি গাড়ি হস্তান্তর করেন। এর আগে জার্মান মন্ত্রী দুই দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা আসেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন।আমিনুল ইসলাম/এমএএস/পিআর

Advertisement