বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জামাই রবিজুল ইসলাম (৩৮) খুন হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত রবিজুল ইসলাম নাটোরের সিংড়ার কালিনগর গ্রামের কোরবান আলীর ছেলে। এ ঘটনায় বুধবার দুপুরে নিহতের ছোটভাই জহুরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার এজাহারভূক্ত ১নং আসামি লোকমান আলীকে (৫২) গ্রেফতার করেছে। লোকমান মনগইত গ্রামের মোকছেদ আলীর ছেলে। থানায় মামলা সূত্রে জানা যায়, রবিজুল ১২দিন পূর্বে উপজেলার চামরুল ইউনিয়নের মনগইত গ্রামে শ্বশুর আলতাফ আলীর বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে তিনি বাড়ির বাহিরে গেলে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা পেছন দিক থেকে তাকে বুকে ও পেটের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রবিজুল রাতেই মারা যান। বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) গাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে রবিজুলকে হত্যা করা হয়েছে বলে বাদী মামলায় অভিযোগ করেছেন। তবে পরিবারের লোকজন সূত্রে জানা যায়, নিহত রবিজুলের স্ত্রী নাদিরা বেগমের প্রথমে ওই গ্রামে বিয়ে হয়। প্রথম স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর নাদিরার রবিজুলের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়। এরপর থেকে প্রথম স্বামী তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতে থাকে। এর জের ধরেই রবিজুল খুনের শিকার হন।দুপচাঁচিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরেই রবিজুল খুন হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। লিমন বাসার/এমএএস/আরআইপি
Advertisement