আন্তর্জাতিক

ব্রাজিলে ডেঙ্গু জ্বরে প্রায় ৭০০ লোকের মৃত্যু

ব্রাজিলে ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত অন্তত ৬৯৩ জনের মৃত্যু হয়েছে। মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে মশাবাহিত প্রাণঘাতী এ রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। খবর এএফপির।দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জ্বরে আক্রান্তদের অধিকাংশই সাও পাওলো রাজ্যে মারা গেছে। ১৯৯০ সালের পর এবারই সর্বাধিক মানুষের মৃত্যু হলো। ডেঙ্গু জ্বরে দেশটিতে মৃতের প্রকৃত সংখ্যা আরো বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।ব্রাজিলে চলতি বছরের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এসআইএস/পিআর

Advertisement