মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার, রোববার ও সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এ হরতাল ঘোষণা করেন।বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়ার পর রায় প্রত্যাখ্যান করে এ হরতাল ঘোষণা করেন তারা। ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৩১ অক্টোবর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত (২৪ ঘন্টা) এবং ২ নভেম্বর রোববার সকাল ৬টা থেকে ৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত (৪৮ ঘন্টা) মোট ৭২ ঘন্টার হরতাল কর্মসূচি ঘোষনা করা হয়।হরতাল ছাড়াও ৩১ অক্টোবর শুক্রবার আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর এই মুহূর্তে মুক্তি ও সাবেক আমীর, ভাষা সৈনিক মরহুম অধ্যাপক গোলাম আযমের রূহের মাগফিরাত কামনায় দোয়াসহ সরকারের ষড়যন্ত্রের শিকার সকল নেতৃবৃন্দের জন্য দেশব্যাপী দোয়ার অনুষ্ঠান এবং ১ নভেম্বর মাওলানা মতিউর রহমান নিজামীর এ রায়ের প্রতিবাদে ও আটক সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবীতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে তারা।এর আগে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।এ রায়ের মধ্য দিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত সবচেয়ে বেশি সময় ধরে চলা মামলাটির নিষ্পত্তি হলো।
Advertisement