বিদেশি নাগরকি তাবেলা সিজার ও কুনিও হোসি হত্যাকাণ্ডে গোয়েন্দারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সন্দেহের তালিকায় রেখেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বুধবার রাজধানীর খামারবাড়িতে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৫ এর উদ্ভোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কারণে দেশকে অস্থিতিশিল করার জন্য এই হত্যাকাণ্ড হতে পারে। জামায়াত এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। এসব বিষয়গুলোকে সন্দেহের তালিকায় রেখে গোয়েন্দারা তদন্ত করছেন। আশা করি অপরাধীরা দ্রুত ধরা পড়বে। বাংলাদেশে হত্যার ঘটনা ঘটতে পারে যুক্তরাষ্ট্র থেকে এমন তথ্য পাওয়ার পরও কেন এ ধরণের ঘটনা ঘটলো জানতে চাইলে মন্ত্রী বলেন, বিদেশের গোয়েন্দারা সতর্ক করে যেসব তথ্য দিয়েছিল সে অনুযায়ী বাংলাদেশের গোয়েন্দারা কয়েকজনকে ট্রেস করেছিল। কিন্তু তারা বিদেশি নাগরিক হত্যার বিষয়ে এ ধরনের কোনো তথ্য দেয়নি। সম্প্রতি গাইবান্ধার এমপি মঞ্জুরুল ইসলামের গুলিতে শিশু নিহতের ঘটনায় আসাদুজ্জামান খান বলেন, আইন সকলের জন্য সমান। তাকে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে হবে। সম্প্রতি বাড্ডায় খুন হন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খান। মাওলানা নুরুল ইসলাম ফারুকির হত্যার ধরনের সঙ্গে খিজির হত্যার মিল থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গোয়েন্দারা তদন্ত করছে। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।’ এআর/এসকেডি/পিআর
Advertisement